হাইকোর্টে তথ্য গোপন করে প্রার্থিতা ফিরে পেলেন কাউন্সিলর মানিক
ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিককে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি ও তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (২০ ডিসেম্বর) রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. গোলাম রাব্বানী ও মশিউর আলম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ জানিয়েছেন, মানিক এর আগে হাইকোর্টের আরেক বেঞ্চে জামিন আবেদন করেছিলেন। সেই বেঞ্চ তার রিট খারিজ করে দেন। সেই তথ্য গোপন করে নতুন করে হাইকোর্টে রিট করেন। এটা হাইকোর্ট রুলস অনুযায়ী বেআইনি। এ কারণে তার প্রার্থিতা বাতিলে চেম্বার আদালতে আবেদন করা হবে।
হাসিবুর রহমান মানিক সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। তবে তার মনোনয়নপত্র ৪ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন, যা ১৪ ডিসেম্বর নামঞ্জুর হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিটটি করেন।
মানিকের আইনজীবীরা বলেন, ঋণের বিপরীতে হাসিবুর রহমান ইতোমধ্যে ডাউন পেমেন্ট দিয়েছেন—সংশ্লিষ্ট ব্যাংক তা অনুমোদন করেছে। তিনি ঋণখেলাপি নন। হাইকোর্ট হাসিবুর রহমানকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি এবং প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তিনি প্রতীক পেয়েছেন।
এমএইচডি/এসএম