বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন
হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এতে হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) আদালতে তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয় বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পিবিআইয়ের পুলিশ সুপার নাজমুল হোসেন।
হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী ছাড়াও অভিযুক্ত ৪৩ জনের মধ্যে রয়েছেন যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজি, হেফাজতের নেতা মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আবদুল মতিন, মো. শহীদুল্লাহ, মো. রিজওয়ান আরমান, হাসানুজ্জামান, এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, আহমদ, মাহমুদ, আসাদ উল্লাহ, জোবায়ের মাহমুদ, এইচ এম জুনায়েদ, আনোয়ার শাহ, আহমদ কামাল, কামরুল ইসলাম কাশেমী, মোহাম্মদ হাসান, ওবায়দুল্লাহ, যুবাইদ মোহাম্মদ , আমিনুল হক, রফিক সোহেল, মবিনুল হক, নাঈম , হাফেজ সায়েম উল্লাহ, আলম, শিব্বির আহমদ, আবু সৈয়দ, হোসেন আহমদ, তৌহিদ, আরফান, মামুন, আমিনুল ইসলাম, মাসুদুর রহমান, জাহাঙ্গীর আলম ও নূর মোহাম্মদ।
গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা আহমদ শফী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। একই বছরের ডিসেম্বরে আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে জুনায়েদ বাবুনগরীসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।
মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।
কেএম/আরএইচ