সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেটে (ব্লক ২) দোকানের বৈধতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দুলু এ মামলার আবেদন করেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন নাহিদ ইসলাম চৌধুরী।
আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ ডিসেম্বর ফুলবাড়িয়া সুপারমার্কেট এলাকার ৯১১ দোকানের বরাদ্দ অবৈধ জানিয়ে উচ্ছেদ অভিযান শুরু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এদিকে ২৬ ডিসেম্বর ফুলবাড়িয়া সুপার মার্কেটে স্থায়ীভাবে বরাদ্দ চেয়ে দোকান মালিকরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে।
টিএইচ/এসএম