মির্জা ফখরুলের অপেক্ষায় আদালত প্রাঙ্গণে আইনজীবীরা
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর পর ঢাকার আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
এসময় গোটা আদালত প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে ঢেকে রাখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এর আগে রাত ৭টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিবকে বহনকারী গাড়ি ডিবি কার্যালয় থেকে বের হয়। নিরাপত্তা বেস্টনির মধ্যে গাড়িতে করে তাকে রাত ৮টা ১০ মিনিটে আদালতে হাজির করা হয়।
এসময় মির্জা ফখরুলের গাড়ির সামনে বিএনপিপন্থি আইনজীবীরা নানা দলীয় স্লোগান দিতে থাকেন। পুলিশ ও আইনজীবীদের মধ্যে তখন ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। তখন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গতকাল মহাসমাবেশ কর্মসূচি ডাক দিয়ে শর্ত ভঙ্গ, পুলিশ হত্যা, নাশকতা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে।
এমএল/এমএ