সৎ ছেলের বিরুদ্ধে নিপীড়নের মামলা দিয়ে ফেঁসে গেলেন নারী
মিথ্যা মামলা দায়ের করায় সায়রা বানু (৫৫) নামে এক নারীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (১১ অক্টোবর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদিন এই রায় দেন। সায়রা বানু রাউজান থানার আধারমানিক গ্রামের মৃত হাছি মিয়ার স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৪ মে যৌন নিপীড়নের অভিযোগে মাহবুবুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেন সায়রা বানু। আদালত রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। পুলিশ প্রতিবেদন দাখিলের পর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
সে পরোয়ানামূলে প্রায় ৩ মাস জেল খেটে জামিন পান মাহবুবুল। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ৩১ মে সকল আসামিকে খালাস দেন আদালত। রায় শেষে মিথ্যা মামলায় আর্থিক, শারীরিক, সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি ও হয়রানির অভিযোগে সায়রা বানুর বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭(১) ধারায় মামলা দায়ের করেন খালাসপ্রাপ্ত আসামি মাহবুবুল।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকো বড়ুয়া বলেন, মিথ্যা মামলার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত নারীকে সাজা প্রদান করেন। সাজামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমআর/এসকেডি