এলআরএফের সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা পোস্টের ডালিম
আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল'রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম।
শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হল রুমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক মো. আশরাফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
মেহেদী হাসান ডালিম এর আগে ল' রিপোর্টার্স ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন : ঢাকা পোস্টের ডালিম পেলেন বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড
ডালিমের পৈত্রিক নিবাস সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরকৈজুরী গ্রামে। পাবনার বেড়া বি বি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি ও সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স পাস করেন। স্কুলের দেয়াল পত্রিকায় লেখা-লেখির হাতেখড়ি। অনার্স পড়াকালীন সময়ে পাবনার স্থানীয় পত্রিকায় সাংবাদিকতার শুরু। ওই সময় থেকেই বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখা-লেখি করতেন। ২০১২ সালে ঢাকায় অনলাইন-নিউজ পোর্টাল ঢাকা টাইমসে যোগদান করে আইন সাংবাদিকতা শুরু করেন। তখন থেকে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর থেকে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে আইন, আদালত ও সুপ্রিম কোর্ট বিটে কাজ করছেন।
আরও পড়ুন : ঢাকা পোস্টের ডালিমের মেডিয়েশন আন্দোলন গ্রন্থের মোড়ক উন্মোচন
এর আগে তিনি রাইজিংবিডি ও ঢাকা টাইমসে সুপ্রিম কোর্টের প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য তিনি। ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি তার লেখা ‘আইনে তারুণ্য’ সংকলনগ্রস্থ প্রকাশিত হলে আইনাঙ্গনে ব্যাপক সাড়া জাগায়। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সংকলনগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। মেহেদী হাসান ডালিম একজন অ্যাক্রিডিটেড মেডিয়েটর।
২০২২ সালের ১৮ মে তার লেখা 'মেডিয়েশন আন্দোলন: এগিয়ে যাওয়ার গল্প' গ্রন্থ প্রকাশিত হয়। লেখনীর মাধ্যমে মেডিয়েশনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গত বছরের ৫ নভেম্বর তিনি ‘বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেন।
এআর/এসকেডি