ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে প্রার্থী কামরুন নাহার মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড প্রতিনিধি (সিনেট) নির্বাচনে প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দীপা। তিনি টিম অপরাজেয় প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ব্যালট নম্বর-১৪। তিন দিনব্যাপী সিনেট নির্বাচনে ঢাকার বাইরে ভোটগ্রহণ ৪ ও ১১ মার্চ এবং ১৮ মার্চ ঢাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসোপিতে অনার্স মাস্টার্স, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব উলভারহ্যামটন থেকে এলএলবিতে অনার্স এবং ইংল্যান্ডের গ্রেইস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন।
তিনি সুপ্রিম কোর্টের একজন সুপরিচিত আইনজীবী। স্বনামধন্য আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান রহমান ‘ল’ অ্যাসোসিয়েটসের পার্টনার। বিভিন্ন সমাজকল্যাণ ও শিক্ষামূলক কাজের সঙ্গে ব্যারিস্টার দীপা সম্পৃক্ত।
ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা রাজধানীর জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, জুবায়দুর রহমান অ্যান্ড নার্গিস রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, বরিশালের জেড এস টি স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, জোহরা সামাদ ট্রাস্ট্রের নির্বাহী সদস্য, এম বি এস আই মেমোরিয়াল ট্রাস্ট্র ঢাকার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা ইউনিভার্সিটি ফেন্ড্রস অ্যালায়েন্সের (ডুফা) সাবেক ভাইস প্রেসিডেন্ট। তার স্বামী ব্যারিস্টার শফিকুর রহমান রাতুল সুপ্রিম কোর্টের আইনজীবী ও জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ট্রেজারার।
এমএইচডি/এমএ