সবার প্রত্যাশা পূরণে শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম বলেছেন, বিচারপতি হিসেবে সবার প্রত্যাশা পূরণে শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব।
রোববার (১১ ডিসেম্বর) আপিল বিভাগের এজলাস কক্ষে সংর্বধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিচারপতি আশফাকুল ইসলাম বলেন, আশা করছি আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে নিজের আগামীর পথচলা আনন্দময় হবে। আপনাদের সবার প্রত্যাশা পূরণে শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, হাইকোর্ট বিভাগে দীর্ঘ ১৯ বছর বিচারকাজ পরিচালনার সময়ে সব আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও ব্যক্তিগত স্টাফসহ সবার যে সহযোগিতা পেয়েছি আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শেষে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে কয়েকটি পঙ্ক্তি উচ্চারণ করেন...
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক
মোর পাত্র রিক্ত হয় নাই
শূন্যেরে করিব পূর্ণ
এই ব্রত বহিবো সদাই।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ১৯৫৯ সালের ১৫ জুলাই ঢাকার ওয়ারীতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সাবেক উপ-রাষ্ট্রপতি মরহুম বিচারপতি এ.কে.এম নূরুল ইসলাম। মা বেগম জাহানার আরজু একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য কবি ও কথা সাহিত্যিক।
এর আগে সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।
সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির নতুন বিচারপতিদের গৌরবময় কর্মজীবন পড়ে শোনান।
এরপর সংবর্ধনা অনুষ্ঠানে আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বক্তব্য রাখেন। এসময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
গত ৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তার নির্দেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ছয়জন বিচারপতি ছিলেন। নতুন তিন বিচারপতি নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল নয় জনে।
এমএইচডি/জেডএস