বিমানবন্দরে ভারতীয় নাগরিক সুজিতকে গ্রেপ্তার না করতে রিট
বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
লিন্ডে বাংলাদেশ কোম্পানি পিটিশনার হয়ে এ রিট দায়ের করেছে। বুধবার সংশ্লিষ্ট সূত্র রিটে দায়ের করার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রিট সূত্রে জানা যায়, লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোন্দকার এরশাদ জাহান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জানা গেছে, সুজিত কুমার পাই এখন ভারতে অবস্থান করছেন। তিনি মামলায় হাজিরা দিতে বাংলাদেশে আসতে চান। ২৩ অক্টোবর তিনি বাংলাদেশে এসে নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পণ করতে যাবেন। এ কারণে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে বিমানবন্দরে নামার পর থেকে নারায়নগঞ্জ আদালতে পৌঁছানো পর্যন্ত তাকে যেন গ্রেপ্তার ও হয়রানি না করা হয়।
এমএইচডি/এনএফ