ব্যারিস্টারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
![ব্যারিস্টারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022September/barister-association-20220902145754.jpg)
ব্যারিস্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মাসুদ আর. সোবহান।
বিজ্ঞাপন
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, সম্পাদক ব্যারিস্টার তানজীব উল আলম, কোষাধ্যক্ষ ব্যারিস্টার আশিক রহমান, সহ সম্পাদক ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, ব্যারিস্টার মাহদীন চৌধুরী।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ব্যারিস্টার আবদুল্লাহ আল শেখ নিপন, ব্যারিস্টার সিফাত মাহমুদ, ব্যারিস্টার উপমা বিশ্বাস, মাহিন এম রহমান, ব্যারিস্টার সুহান খান, ব্যারিস্টার হামিদুল মেজবাহ, ব্যারিস্টার গাজী ফরহাদ রেজা, ব্যারিস্টার জয়দীপ্তা দেব চৌধুরী, ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, ব্যারিস্টার সৈয়দা নাসিরা মাহমুদ ও ব্যারিস্টার মো. মনির হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে ঢাকা ক্লাবে সংগঠনির হাই টি পার্টিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। শুক্রবার (২ সেপ্টেম্বর) কমিটির সদস্য ব্যারিস্টার জয়দীপ্তা দেব চৌধুরী বিষয়টি ঢাকা পোস্টকে জানান।
তিনি জানান, কার্যনির্বাহী কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। ব্যারিস্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একটি অলাভজনক প্রতিষ্ঠান। অ্যাসোসিয়েশনের সদস্যরা সবাই ব্যারিস্টার। যারা ইংল্যান্ড এবং ওয়েলসের কল টু দা বার পেয়েছেন। এই সংগঠন ১৯৬০ সালের দিকে প্রতিষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ব্যারিস্টারস অ্যাসোসিয়েশন প্রত্যেক সদস্যদের সাধারণ সমস্যা, পারস্পরিক স্বার্থ এবং সামাজিক কল্যাণ নিয়ে আলোচনা করার জন্য একটি প্ল্যাটফর্ম।
এমএইচডি/এমএ