সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফা আক্তারের নিয়োগ বাতিল
সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফা আক্তারের নিয়োগ বাতিল করে তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার।
বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।
আরও পড়ুন>> ব্যারিস্টার সুমনের রিট খারিজ, দায়িত্ব নিলেন অ্যাটর্নি জেনারেল
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আক্তারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে অত্র মন্ত্রণালয়ের বিগত ১৯-১০-২০১৭ খ্রি. তারিখের ০৯/সলিসিটর/২০০৯-৮৬ নং স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমএইচডি/জেডএস