ইউএনএইচসিআরে চাকরি, হতেই হবে বাংলাদেশি
ইউনাইটেড ন্যাশনস হাই কমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশে চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ইকোনমিস্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ৪ বছরের অভিজ্ঞতাসহ ডক্টরেট ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
প্রার্থীর একাডেমিক বিষয় হতে হবে ইকোনমিকস বা পরিসংখ্যান।
ইকোনমিকস, ডাটা বিশ্লেষণ, রিসার্স সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, দ্য আফ্রিকার ডেভেলপমেন্ট ব্যাংক বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি বা স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে।
এছাড়াও প্রার্থীর বেসরকারি খাতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে দরিদ্র বিমোচন সংক্রান্ত প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পরিসংখ্যান সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে। নীতিমালা প্রণয়ে সিদ্ধহস্ত হতে হবে।
এমএস ড্রাফটিং, ডকুমেন্টেশন, ডাটা প্রেজেন্টেশন, এমএস নেটওয়ার্কিং, এমজি প্রজেক্ট ম্যানেজমেন্ট, আইটি স্ট্যাটিস্টিক অ্যালাইসিস ও ডাটা কালেকশনে পারদর্শী হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। আন্তর্জাতিক শ্রম আইন অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।