রোহিঙ্গা শিবিরে চাকরির সুযোগ, থাকছে আন্তর্জাতিক মানের বেতন
জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অধীন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে লোকবল নিয়োগ দেওয়া হবে। সংস্থাটি এস.সি.সিক্স ক্যাটাগরিতে কমিউনিকেশন বিভাগে জন্য লোক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জাতিসংঘের নীতিমালা অনুসারে আন্তর্জাতিক স্কেলের বেতন-ভাতা প্রদান করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : কমিউনিকেশনস অ্যাসোসিয়েট। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : কমিউনিকেশনস, মিডিয়া, জার্নালিজম, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক রিলেশনস বা সমমান বিষয়ে স্নাতক পাস হতে হবে।
কমিউনিকেশন, পাবলিক রিলেশনস, ডিজিটাল মার্কেটিং, এডিটরিয়াল বা সমমান পর্যায়ের কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ক্রিয়েটিভ স্টোরিটেলিং, সোশ্যাল মিডিয়া প্লানিং ও অ্যানালিটিক্স, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তথ্য নির্ভর গবেষণার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী ও সাংগঠনিক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। বাংলা ভাষা, বিশেষ করে চট্টগ্রামের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে ডব্লিউএফপি'র ক্যারিয়ার সংক্রান্ত ওয়েব সাইট থেকে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন ইউএন স্যালারি স্কেল অনুসারে প্রদান করা হবে। উএন স্যালারি স্কেল জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২২