বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট (ইউডিএ)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এমএস ওয়ার্ড, ইলাস্ট্রেটর, ফটোশপ, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল পরিচালনা জানতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসিতে দ্বিতীয় শ্রেণিতে পাসসহ টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ৩৫ শব্দ অথবা এসএসসিতে দ্বিতীয় শ্রেণিতে পাসসহ টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ৪০ শব্দ থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আবেদন যেভাবে : পরীক্ষায় পাসের প্রাপ্ত বিভাগ/ শ্রেণি/ জিপিএ/ পাসের সাল উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত , সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র অফিস চলাকালে বিআইডিএসে পৌঁছাতে হবে।
আবেদন ফি : সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ঢাকা—এ শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান শাখা, ঢাকার অনুকূলে ৩০০ টাকার পে-অর্ডার/ ডিডি জমা দিয়ে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: আগামী ৭ ফেব্রুয়ারি ২০২২।