পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে চাকরির সুযোগ
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ সাপেক্ষে ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
পদের নাম : সিনিয়র ইঞ্জিনিয়ার (নিউক্লিয়ার)। পদের সংখ্যা : ২টি। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি, অথবা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার বিষয়ে এমফিলসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যুন ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএস বা এমইসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৪ বছর বাস্তব অভিজ্ঞতা এবং একাডেমিক পর্যায়ে কমপক্ষে ৩টি প্রথম শ্রেণি থাকতে হবে। বেতন ৩৫৫০০-৬৭০১০ টাকা।
পদের নাম : কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে অনূন্য স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিন্ম গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ। স্টার্ডান্ড অ্যাপ্টিটিউট টেস্ট ফর কম্পিউটার অপারেটর এ অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতন-১১০০০-২৬৫৯০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে জিইপি/রেজিস্ট্রি ডাক/ কুরিয়ার সার্ভিসযোগে মূখ্য প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭ বরাবর পৌছাতে হবে।
আবেদন করার সময় : আগবেদন করতে হবে আগামী ২২ জানুয়ারি, ২০২২ তারিখের মাধ্যে।আবেদন ফি : ৫০০ টাকা।