৫ জেলায় নিয়োগ দেবে ঢাকা ব্যাংক, অগ্রাধিকার পাবে স্থানীয়রা
ঢাকা ব্যাংক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৫ জেলায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদের ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালীতে কাজ করতে হবে।
পদের নাম : ব্রাঞ্চ ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে বাণিজ্যিক ব্যাংকে কমপক্ষে ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। পাশাপাশি যোগাযোগ রক্ষায় পটু হতে হবে। অ্যানালিটিকাল অ্যাবিলিটি থাকতে হবে। তবে কর্মস্থলের এরিয়ার স্থায়ী বাসিন্দা হলে অগ্রাধিকার দেওয়া হবে।
ব্রাঞ্চের বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ, কাজ আদায়, টার্গেট পূরণসহ দেখভালের দায়িত্ব পালনে সিদ্ধহস্ত হতে হবে। বাণিজ্যিক পরিকল্পনা অনুসারে টার্গেট পূরণে বদ্ধপরিকর হতে হবে।
প্রধান কার্যালয় ও কাস্টমারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কাস্টমারদের স্যাটিসফেকশনে কাজ করতে হবে। ব্রাঞ্চের কর্মীদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং ও পরামর্শ প্রদানে সক্ষম হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৩০ ডিসেম্বর, ২০২১ মধ্যে আবেদন করতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।