স্নাতক পাসে ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ
ঢাকা ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ঢাকা ব্যাংক লিমিটেড দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। প্রতিষ্ঠানটি ইনকুইডিটি রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক ও ইন্টারেস্ট রেট রিস্ক বিষয়ে দেখভালের জন্য লোকবল নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : এভিপি/এসএভিপি, ট্রেজারি ডিভিশন। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস। তবে ফাইন্যান্স ও ইকোনোমিকস বিষয়ে স্নাতক পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই পদে কতজন নিয়োগ দেওয়া হবে, সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
প্রার্থীর অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা থাকতে হবে। সঙ্গে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। বিভিন্ন বিষয়ে অ্যানলিটিক্যাল স্কিল থাকতে হবে।
কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি দেশের প্রচলিত ব্যাংকিং আইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করু এখানে।
আবেদনের শেষ তারিখ : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ মধ্যে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।