অভিজ্ঞতা ছাড়াই বিবিসি মিডিয়ায় চাকরির সুযোগ
বিবিসি মিডিয়া অ্যাকশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মিডিয়া ডেভেলপমেন্টে বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে বিবিসি মিডিয়া অ্যাকশন তাদের ট্রেনিং সেক্টরে লোকবল নিয়োগ দেবে। চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের পদায়ন হবে ঢাকাস্থ অফিসে। তবে কতজন নিয়োগ দেওয়া হবে, সে তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
পদের নাম : ট্রেনিং ম্যানেজার। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। প্রার্থীদের কমিউনিকেশন বা সাংবাদিকতার ওপর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
মিডিয়া কনটেন্ট প্রডিউসিং ও সংবাদ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। মাল্টিপল মিডিয়া সেক্টর সম্পর্কে ধারণা থাকতে হবে। ফেস টু ফেস অ্যান্ড অনলাইন ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকতে হবে।
আইটি স্কিল ও মাইক্রোসফট অফিসের কাজে পারদর্শী হতে হবে। পাশাপাশি যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। এছাড়া আগ্রহীরা সিভি পাঠাতে পারবেন [email protected] এই ঠিকানায়।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : আগামী ৭ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।