সাংবাদিকতায় ফেলোশিপ : ৫০ হাজার টাকার সম্মানী
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) সম্প্রতি সাংবাদিকতার ওপর মিডিয়া ফেলোশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। মিডিয়া ফেলোশিপের বিষয়বস্তু স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)
পদের নাম- ফেলোশিপ
ফেলোশিপের মেয়াদকাল : ৪ মাস
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://hmf.bnnrc.net/ এই ঠিকানায়। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে-
১। সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে প্রকাশিত কমপক্ষে ২টি প্রতিবেদন
২। ফেলোশিপকালীন স্বাস্থ্য বিষয়ক ৪টি ইন-ডেপথ প্রতিবেদনের প্রস্তাবনা
৩। আবেদনকারীর সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদক, প্রধান নির্বাহী, চীফ রিপোর্টারের স্বাক্ষরিত একটি অনুমতিপত্র।
৪। ফেলোশিপের আওতায় তৈরিকৃত প্রতিবেদনসমূহ প্রচারের নিশ্চয়তার বিষয়টি উল্লেখ থাকা অত্যাবশ্যক।
বেতন ও সুযোগ সুবিধা
১। ফেলোশিপকালীন নির্ধারিত কাজ-সংবাদ/ফিচার/ প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য যাতায়াত এবং আনুষঙ্গিক খরচ বাবদ সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা সম্মানী/ভাতা প্রদান করা হবে।
২। ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ফেলোশিপ সম্পাদনকারী সাংবাদিকদের সার্টিফিকেট, ক্রেস্ট এবং সম্মানী চেক হস্তান্তর করা হবে।
আবেদনের শেষ তারিখ
২০ আগস্ট, ২০২১ পর্যন্ত