আরএফএলে ম্যানেজার পদে চাকরি, ৪৫ বছরেও আবেদনের সুযোগ
আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রবিবার (১৩ আগস্ট) প্রতিষ্ঠানটির প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক নজরে আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নাম: সহকারী ব্যবস্থাপক/ডেপুটি ম্যানেজার (কমপ্লায়েন্স)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিএসসি/এমএসসি। কমপ্লায়েন্সে পিজিডি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কাজের ধরন: প্রতিষ্ঠানের অডিট পরিচালনা করা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স প্রোটোকল স্থাপন করা। সম্মতি সংক্রান্ত সমস্যাগুলোর অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা। গ্রাহক এবং আইনি প্রয়োজন বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রেতা সমন্বয়ে প্রার্থীকে দক্ষ হতে হবে। প্রার্থীকে বায়ার কমপ্লায়েন্স, লিগ্যাল কমপ্লায়েন্স/ কোড অফ কন্ডাক্টে ধারণা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগের স্থান: বাংলাদেশের যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরের দুটি উৎসব বোনাস, কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৩।