পুলিশ সুপারের কার্যালয়ে চাকরির সুযোগ, বেতন ২০ হাজার
বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কার্যালয়টির একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা এ পদের জন্য আবেদন করতে পারবেন।
এক নজরে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি উত্তীর্ণ।
বয়সসীমা: আগামী ৩১ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি: নির্ধারিত চাকরির আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েব সাইটে অথবা পুলিশ সুপারের কার্যালয়, বরিশাল-এর কার্যালয়ে পাওয়া যাবে।
আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ছবির পেছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে নাম লিখতে হবে। আবেদনের খামের উপর প্রার্থীকে পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে।
ফি: আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানে সরকারি কোষাগারে/ব্যাংকে কোড নং- ১-২২১১-০০০০-২০৩১ এ জমা দিয়ে মূলকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘‘পুলিশ সুপার, বরিশাল’’ বরাবর সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার পূর্বে আবেদন ফরমে উল্লিখিত সকল তথ্যের অনুকূলে মূল সনদসমূহ পুলিশ সুপার, বরিশাল বরাবর দাখিল করতে হবে।
বেতন: গ্রেড-২০ (৮২৫০-২০০১০ টাকা)
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৩।