প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৬ষ্ঠ-১০ম গ্রেডে চাকরি, নেবে ২৭ জন
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১টি পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক নজরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি
১। পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন)। পদ সংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে।
সহকারী সার্জন হিসেবে ০৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন: গ্রেড-৬ষ্ঠ (৩৫৫০০-৬৭০১০ টাকা)
২। পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (সার্জারি)। পদ সংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে।
সহকারী সার্জন হিসেবে ০৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন: গ্রেড-৬ষ্ঠ (৩৫৫০০-৬৭০১০ টাকা)
৩। পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (পেডিয়েট্রিক)। পদ সংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে।
সহকারী সার্জন হিসেবে ০৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বেতন: গ্রেড-৬ষ্ঠ (৩৫৫০০-৬৭০১০ টাকা)
৪। পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া)। পদ সংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে।
সহকারী সার্জন হিসেবে ০৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বেতন: গ্রেড-৬ষ্ঠ (৩৫৫০০-৬৭০১০ টাকা)
৫। পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (রেজিওলজি অ্যান্ড ইমেজিং)। পদ সংখ্যা: ০১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে।
সহকারী সার্জন হিসেবে ০৫ বছরের অভিজ্ঞতাসহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকবে হবে।
বেতন: গ্রেড-৬ষ্ঠ (৩৫৫০০-৬৭০১০ টাকা)
৬। পদের নাম: ডেন্টাল সার্জন। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাসসহ বিএমডিসি সনদপ্রাপ্ত হতে হবে এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: গ্রেড-৬ষ্ঠ (৩৫৫০০-৬৭০১০ টাকা)
৭। পদের নাম: মেডিকেল অফিসার। পদ সংখ্যা: ৭টি। শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাসসহ বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
বেতন: গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০ টাকা)
৮। পদের নাম: সহকারী প্রোগ্রামার। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২.২৫ সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: গ্রেড-৯ম (২২০০০-৫৩০৬০ টাকা)
৯। পদের নাম: সিনিয়র স্টাফ নার্স। পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।
বেতন: গ্রেড-১০ম (১৬০০০-৩৮৬৪০ টাকা)
১০। পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রিধারী হতে হবে।
বেতন: গ্রেড-১০ম (১৬০০০-৩৮৬৪০ টাকা)
১১। পদের নাম: কঞ্জারভেন্সী অফিসার। পদ সংখ্যা: ০২টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল) / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন।
বেতন: গ্রেড-১০ম (১৬০০০-৩৮৬৪০ টাকা)
বয়সসীমা: ১১ জুলাই তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি https://job.shmrmi.gov.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ফি: ক্রমিক নং- ১-৮ এর ক্ষেত্রে ৬০০ টাকা এবং ৯-১১ এর ক্ষেত্রে ৫০০ টাকা (চার্জ প্রযোজ্য)।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট, ২০২৩।