বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে নিয়োগ, ১৬ জুলাই থেকে আবেদন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৬ জুলাই থেকে আবেদন শুরু হবে।
এক নজরে হাইকোর্ট বিভাগে চাকরি
পদের নাম: ষ্টোরকিপার। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট থেকে ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)
পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
বেতন: গ্রেড-২০ (৮২৫০-২০০১০ টাকা)
বয়সসীমা: আগামী ৩ আগস্ট তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: অস্থায়ী।
সতর্কীকরণ: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদন পদ্ধতি: এ ওয়েবসাইটের http://supremecourt.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ০৩ আগস্ট, ২০২৩।