বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লাইব্রেরিয়ান, এস্টিমেটর/উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদের লিখিত পরীক্ষা ১৩ মে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই তিন পদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১১৮।
বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষার কেন্দ্রগুলো হলো সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ।
উল্লেখ্য, প্রার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।