প্রতি মাসে ৪৫ হাজার সম্মানী ও কাজ শেখার সুযোগ, আবেদন করুন এখনই
ঢাকার ইএমকে সেন্টার সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইমার্জিং লিডার্স গ্র্যাজুয়েট প্রোগ্রামের অংশ হিসেবে সদ্য স্নাতক বা তরুণ পেশাজীবীদের হাতে কলমে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী যে কেউ আবেদন করতে পারবেন।
আবেদন করার পর ইমার্জিং লিডার্স গ্র্যাজুয়েট প্রোগ্রামে যারা নির্বাচিত হবেন, তারা আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইএমকে সেন্টারের বিভিন্ন কাজে যুক্ত হয়ে দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।
ইমার্জিং লিডার্স গ্র্যাজুয়েট প্রোগ্রামে নির্বাচিত হওয়ার জন্য শিক্ষার্থী ও অংশগ্রহণকারী তরুণদের দলগত ভাবে কাজ, নেতৃত্বে দক্ষতা, বিভিন্ন সমস্যা সমাধান ও উপস্থাপনার ওপর নানা বিষয়ে অংশ নিতে হবে। প্রত্যেককে ছয় মাস ইএমকে সেন্টারে ইমার্জিং লিডার হিসেবে সরাসরি কাজ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন: ছয় মাসব্যাপী এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ৯০ থেকে ১২০ সেকেন্ডের একটি ভিডিও প্রেজেন্টেশন জমা দিতে হবে। নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময় : ১৬ মার্চ, ২০২৩