বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সদস্য পদে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের থেকে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সহ দরখাস্তের আহবান করা হয়েছে।
যোগ্যতা ও অভিজ্ঞতা : সদস্য পদে নিয়োগের জন্য প্রার্থীকে বিদ্যুৎ, ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস করতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন সুযোগ সুবিধা : সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে কমিশনের সার্বক্ষণিক কর্মকর্তা হবেন। মাসিক মূল বেতন ৯৫ হাজার টাকার পাশাপাশি ৫০ হাজার ৬০০ টাকা বাসা ভাড়া পাবেন। এছাড়া নিজের ও পরিবারের জন্য পৃথক চিকিৎসা ভাতা পাবেন।
আবেদন যেভাবে : জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা [email protected] মেইলে দুই সেট (সংশ্লিষ্ট কাগজপত্রসহ) আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি, ২০২৩
ওএফএ/আরআর