টিআইবিতে চাকরির সুযোগ, মাসিক বেতন ৩ লাখ ১৯ হাজার
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাইন্টেবিলিটি (পিএসিটিএ) প্রকল্পে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সমাজবিজ্ঞান, লিবারেল আর্টস, বিজনেস বা এ ধরনের বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এর মধ্যে রিসার্চ, ম্যানেজমেন্ট, অ্যাকডেমিক/পলিসি লিডারশিপে জ্যেষ্ঠ পদে কপমক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কমপক্ষে ২টি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। গভর্ন্যান্স ও দুর্নীতিবিরোধী কাজে অ্যাডভোকেসি ও সিভিক এনগেজমেন্ট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সুপারভিশন, মোটিভেশন, ও টিমওয়ার্কে দক্ষ হতে হবে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পলিসি ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এবং রিসোর্স মোবিলাইজেশনে অভিজ্ঞ হতে হবে।
সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩,১৯,০০০ টাকা। সংস্থার নীতিমালা অনুসারে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, জীবনযাত্রার ব্যয় সমন্বয় ভাতা, গ্র্যাচুইটি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা এই https://career.ti-bangladesh.org/job/121 ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর ২০২২।