অভিজ্ঞতা ছাড়াই মাঠ পর্যায়ে ১০০ কর্মী নেবে এনজিও, বেতন ২৪০০০
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানটি মাঠ পর্যায়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : শিক্ষানবিশ ফিল্ড অফিসার। পদের সংখ্যা : ১০০। আবেদন যেভাবে : কমপক্ষে স্নাতক পাস। প্রার্থীর বয়সসীমা ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে যেখানে ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচি রয়েছে সেসব কর্মস্থলে কাজে আগ্রহী থাকতে হবে।
বাই-সাইকেল ও মোটর সাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। মোটর সাইকেল চালনায় বৈধ লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের জীবনবৃত্তান্ত,তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, ড্রাইভিং লাইসেন্সের কপি (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং নাগরিকত্ব সনদের কপিসহ এপিসি-এইচআর, মানব সম্পদ বিভাগ, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ঠিকানায় পাঠাতে হবে। তবে রাজশাহী বিভাগের প্রার্থীদের এপিসি-এইচআর, মানব সম্পদ বিভাগ, ইএসডিও বাসা নং-১৫৩ (লোটাস পার্ক) সেক্টর নং-২, উপশহর, রাজশাহী সদর রাজশাহী বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।
বেতন ও সুযোগ : শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮০০০ হাজার টাকা। শিক্ষানবিশ শেষে স্থায়ীকরনের পর মাসিক বেতন হবে ২৪০০০ টাকা।
এছাড়াও সংস্থার নীতিমালা অনুসারে বছরে দুইটি উৎসব বোনাস, সিপিএফ, গ্র্যাচুয়েটি, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা ও পারফরমেন্স বোনাস প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৭ সেপ্টেম্বর, ২০২২