১৩ লাখ টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট, ওয়ার্কফোর্স নিউট্রিশন। পদ সংখ্যা: ১। আবেদন যোগ্যতা : ফুড সায়েন্স, নিউট্রিশন, সমাজবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নিউট্রিশন অ্যান্ড ফুড সিস্টেমে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
পোশাক খাতে নিউট্রিশন প্রজেক্ট বাস্তবায়ন ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা অ্যানালাইসিস ও কোয়ালিটি রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে। সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বছরে ১১ লাখ ৩৮ হাজার ২৮৪ থেকে ১৩ লাখ ২ হাজার ৩০০ টাকা। এছাড়াও বছরে ৩৭ দিন ছুটি, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১২ আগস্ট ২০২২।