কৃষি গবেষণা কাউন্সিলে চাকরির সুযোগ
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোগ্রামার। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
পদের নাম: প্রটোকল অফিসার। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। জনসংযোগ ও প্রটোকল বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
পদের নাম: ডেটা এন্ট্রি অফিসার। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
পদের নাম: যানবাহন পরিদর্শক। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
পদের নাম: ওয়ার্ড প্রসেসিং সহকারী। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: পিএ/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: অডিটর। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: ক্যাটালগার। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকসহ ক্যাটালগিং ট্রেড কোর্স পাস। বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: অডিও ভিজ্যুয়াল সহকারী। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাসসহ ফটোশপ বা গ্রাফিকস ডিজাইন ট্রেড কোর্স পাস। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা : ২০২২ সালের ১ জুলাই প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে। ৩ থেকে ১০ নম্বর পদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের টেলিটকের http://barc.teletalk.com.bd/ এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ৩০০ টাকা, ৬ ও ৭ নং পদের জন্য ২০০ টাকা এবং ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।
সব ধরনের সরকারি চাকরির সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে ক্লিক করুন এখানে।