২২ হাজার টাকা স্কেলে লোক নিচ্ছে তাঁত বোর্ড
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তাঁত বোর্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী পরিচালক। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠানে প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্বশীল পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: জনসংযোগ কর্মকর্তা। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে জনসংযোগ কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: ক্রয় কর্মকর্তা। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: মার্কেটিং কর্মকর্তা। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: লিয়াজোঁ কর্মকর্তা। পদসংখ্যা: ৫। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: গবেষণা কর্মকর্তা। পদসংখ্যা: ৩। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি (সম্মানসহ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: সমন্বয় কর্মকর্তা। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠানে সমন্বয় কর্মকর্তা হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা অথবা ব্যক্তিগত সহকারী হিসেবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি। টাইপ ও শর্টহ্যান্ড জানা প্রার্থীদের এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: মেডিকেল অফিসার। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: কারিগরি কর্মকর্তা। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
পদের নাম: ইন্সট্রাক্টর। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
পদের নাম: ডিজাইনার। পদসংখ্যা: ২। যোগ্যতা ও অভিজ্ঞতা: টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা : ২০২২ সালের ৬ জুন প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই http://bhb.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
আবেদন ফি : অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে প্রতি পদের জন্য ৫০০ টাকা, সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৬ -২৯ জুন ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।
সব ধরনের সরকারি চাকরির সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে ক্লিক করুন এখানে।