বিদেশে রুশ সামরিক বাহিনী ব্যবহারের অনুমতি পেলেন পুতিন
রাশিয়ার বাইরে বিদেশি ভূখণ্ডে সামরিক বাহিনী ব্যবহারের জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুমোদন দিয়েছে রুশ পার্লামেন্ট। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ পুতিনকে এই অনুমোদন দেয়।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার জন্যই পার্লামেন্টের এই অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এএফপি জানিয়েছে, রাশিয়ার বাইরে বিদেশি ভূখণ্ডে সামরিক বাহিনী ব্যবহারের পক্ষে মঙ্গলবার রুশ পার্লামেন্টর ১৫৩ জন সিনেটর ভোট দেন। প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি এবং কোনো সিনেটরই ভোটদান থেকে বিরত ছিলেন না।
পূর্ব ইউরোপে রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে সোমবার ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো। এমনকি স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে সেনা পাঠানোর নির্দেশও দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অবশ্য এর আগে থেকেই ইউক্রেন সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় দেড় লাখ সেনাসদস্য মোতায়েন রেখেছে প্রতিবেশী রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।
অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল যে, ইউক্রেনের পূর্বাঞ্চলে এখনই সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার জন্য দেশের বাইরে রুশ সামরিক বাহিনীকে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে ফেডারেশন কাউন্সিলের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট পুতিন।
প্রেসিডেন্ট পুতিনের এই আহ্বানের পর ফেডারেশন কাউন্সিলের অধিবেশনে রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী নিকোলে প্যানকভ বলেন, ‘আলোচনা থমকে গেছে। ইউক্রেনের নেতারা সহিংসতা এবং রক্তপাতের পথ বেছে নিয়েছে। তারা আমাদের জন্য কোনো বিকল্প রাখেনি।’
প্যানকভ আরও বলেন, সামরিক জোট ন্যাটো সক্রিয়ভাবে ইউক্রেনকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়েই চলেছে। রাশিয়া অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং আগ্রাসন প্রতিরোধের জন্য কাজ করবে।
পরে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে রাশিয়ার ভূখণ্ডের বাইরে সামরিক বাহিনী ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
টিএম