ইতালির উপকূল থেকে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ইতালির কোস্টগার্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়, সাগরে খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল নৌকাটি। উদ্ধারকৃত এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৫৯ জন শিশুও রয়েছে।
এছাড়া নৌকাটি থেকে এক অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যান্য অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, কয়েকদিন আগে মৃত্যু হয়েছে তার। উদ্ধার এই অভিবাসনপ্রত্যাশীদের সিসিলি দ্বীপের বন্দর পোর্ট অব আগোস্টার আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়া ও তুরস্কের অপর তীরেই ইউরোপের দেশ ইতালি ও স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। মানবপাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। এই অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশি এশিয়া ও আফ্রিকার দারিদ্রপীড়িত, যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসেন এবং তাদের মূল লক্ষ্য থাকে ইতালি ও স্পেন থেকে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়া।
ইতালিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে প্রবেশ করেছেন প্রায় ৫২ হাজার ৬০০ অভিবাসনপ্রত্যাশী; যা আগের বছর ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।
২০২০ সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৬ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছিলেন।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ