ফল দিয়ে সাজানো হলো নতুন বরের গাড়ি
নানান ধরনের ফুল দিয়ে সাজানো প্রাইভেটকার। দূর থেকে দেখলেই বুঝতে পারা যায়, এটি কোনো বিয়ের গাড়ি। তবে এই বিষয়টিতে নতুন চমক আনলেন ভারতের পশ্চিমবঙ্গের জামালপুরের সৌরভ পাল। নিজের বিয়েতে বাহারি ফুল নয়, গাড়ি সাজিয়েছেন হরেক রকম ফল দিয়ে।
নিজের বিয়েতে নতুন কিছু করতে হবে। বেশ কিছুদিন ধরেই ভাবনাটা ছিল সৌরভ পালের। সেই ভাবনা থেকেই ঠিক করলেন হবু স্ত্রীকে বিয়ে করতে যাওয়ার গাড়ি সাজবেন ফুল নয়, বরং ফল দিয়ে।
শুনতে অবাক লাগলেও এমন করেই তার বিয়ের গাড়ি সাজানো হয়েছে। বরের গাড়ি সেজেছে বেদানা, আঙুর, খেজুর, চেরিফল দিয়ে। যদিও অল্প কিছু ফুল ব্যবহার করা হয়েছিল।
গাড়ি সাজানোর দায়িত্বে ছিলেন শিল্পী রবীন্দ্রনাথ পাল। তিনি জানিয়েছেন পুরো গাড়ি সাজাতে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেজুর, ৫০০ গ্রাম বেদানা এবং দেড় কেজি চেরি ফল ব্যবহার করা হয়েছে। গাড়িটি সাজাতে আনুমানিক সাড়ে ৪ হাজার টাকা মতো খরচ হয়েছে।
ফল দিয়ে ইংরাজির 'এস' অক্ষর লেখা হয় গাড়ির ওপরে। বিয়ের গাড়ি এভাবে সাজানো সচরাচর দেখা যায় না। তা এটি দেখার জন্য ভিড় করেন অনেকেই।
এমএইচএস