গ্রিনল্যান্ডের বরফ গলায় হুমকির মুখে যুক্তরাষ্ট্র!
চারদিকে বরফ গলে যাওয়ার নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে। যা দেখে চিন্তিত পরিবেশবিদরা। বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হচ্ছে, যেভাবে গ্রিনল্যান্ডের বরফ গলছে, তাতে অচিরেই নাকি ডুবে যাবে যুক্তরাষ্ট্র!
২০১১ সাল থেকে ২০২০ সাল সময়ে গ্রিনল্যান্ডে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন টন বরফ গলেছে। বলা হচ্ছে, এই পরিমাণ বরফগলা পানি গোটা নিউ ইয়র্ক শহরকে ১৪ হাজার ৭০০ ফুট তলায় ডুবিয়ে দেবে!
গ্রিনল্যান্ডের বরফ নিয়ে গবেষণার কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। ড্যানিশ রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ করতে থাকা পোলার পোর্টাল জানিয়েছে, ২০২২ সাল পর্যন্ত ৪৭ বিলিয়ন টন গলেছে গ্রিনল্যান্ডের। এর মানে ৪৭০০ কিউবিক কিলোমিটার পানি।
এই পানি গোটা আমেরিকাকে দুই ফুট নিচে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথবা পৃথিবীর সমুদ্রগুলোতে ১ দশমিক ২ সেন্টিমিটার বেড়ে যেতে পারে পানিস্তর।
এদিকে গ্রিনল্যান্ডের বরফ গলে এত বেশি পরিমাণ পানি হতে পারে যে তা, গোটা পৃথিবীর সমুদ্রের পানির স্তর ৭ মিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। যদি অ্যান্টার্কটিকায় বরফ গলে যায় তাহলে, সেটি ৭৫০ মিটারে গিয়ে দাঁড়াবে।
এমএইচএস