কৃষক বিক্ষোভ নিয়ে টুইট, গ্রেটার বিরুদ্ধে দিল্লি পুলিশের মামলা
ভারতের চলমান কৃষক বিক্ষোভ নিয়ে সামাজিক যোগাযােগমাধ্যম টুইটারে মন্তব্য করায় জলবায়ু আন্দোলনের কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। অপরাধমূলক ষড়যন্ত্র এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দিল্লি পুলিশ বৃহস্পতিবার জলবায়ু আন্দোলনের এই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
ভারতের কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে দেশটির কৃষকদের গত কয়েক মাসের টানা বিক্ষোভ-প্রতিবাদের সমর্থনে টুইট করেছিলেন গ্রেটা। গত নভেম্বরের শেষের দিকে শুরু হওয়া ভারতের এই কৃষক বিক্ষোভ যে আন্তর্জাতিক পরিমণ্ডলে মনযোগ আকর্ষণে সক্ষম হয়েছে গ্রেটার টুইটে তা পরিষ্কার হয়েছে।
মঙ্গলবার রাতে ক্যারিবীয় অঞ্চলের দেশ বারবাডোসের বিখ্যাত পপ স্টার রিহান্না ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করার পর ১৮ বছরের গ্রেটাও একই পথে হাঁটেন। দিল্লির অদূরে কৃষকদের বিক্ষোভস্থলে ভারতের ক্ষমতাসীন সরকারের ইন্টারনেট সংযোগ স্থগিত ও কড়াকড়ি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন টুইটে জুড়ে দিয়ে রিহান্না লেখেন, আমরা ভারতে কৃষকদের বিক্ষোভে সংহতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়াচ্ছি।
এর পরপরই সুইডেনের জয়বায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ এক টুইট বার্তায় ভারতের কৃষক বিক্ষোভে সমর্থন জানানোর উপায় বাতলে দেন। একই সঙ্গে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ভারতীয় কৃষকদের বিক্ষোভের সমর্থনে সুইডেনে ভারতীয় দূতাবাসের কাছে সমাবেশ আয়োজনের ঘোষণা দেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে করা টুইটের নজিরবিহীন সমালোচনা করে দেশটির সরকার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল বিষয়ে হ্যাশট্যাগ এবং মন্তব্য করার বিষয়ে সতর্ক করে দিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলছে, ভারতের কৃষকদের অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ প্রতিবাদ করছে।
We stand in solidarity with the #FarmersProtest in India.
— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
https://t.co/tqvR0oHgo0
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিষয়ে মন্তব্য করার আগে আমরা সেটি সম্পর্কে নিশ্চিত হতে এবং হাতের কাছে থাকা বিষয়গুলো সম্পর্কে যথাযথ বোঝাপড়ায় পৌঁছানোর আহ্বান জানাই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়াট্যুগেদার (#IndiaTogether) এবং ইন্ডিয়াএগেনস্টপ্রোপাগান্ডা (#IndiaAgainstPropaganda) হ্যাশট্যাগ ব্যবহার করে এই বিবৃতি প্রকাশ করেছে।
পরে দেশটির বিভিন্ন মন্ত্রী, বলিউডের তারকা এবং খেলোয়াড়রাও একই হ্যাশট্যাগ ব্যবহার করে বিদেশিদের টুইটের সমালোচনা করেন। ভারতীয় তারকারা বলছেন, সংলাপের মাধ্যমে ভারত সরকার কৃষকদের আন্দোলন নিয়ন্ত্রণ করছে এবং ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনও ধরনের আপোষ করা হবে না।
সূত্র: এনডিটিভি।
এসএস