জানুয়ারির বৃষ্টিতে ১২২ বছরের রেকর্ড ভাঙল দিল্লি
জানুয়ারি মাসের বৃষ্টিতে ১২২ বছরের রেকর্ড ভেঙেছে দিল্লি। গত শনিবার (২২ জানুয়ারি) রাতের টানা বর্ষণ এ রেকর্ড ভাঙতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি)।
অধিদফতরের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জানুয়ারিতে মোট ছয় দিন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার পরিমাণ ৮৮ দশমিক ২ মিলিমিটার। যা ১৯০১ সালের পর সর্বোচ্চ। এর আগে ১৯৮৯ সালের জানুয়ারিতে ৭৯ দশমিক ৭ মিলিমিটার এবং ১৯৫৩ সালের একই মাসে ৭৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ভারতের রাজধানীতে।
সফদারজং পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, চলতি জানুয়ারি মাসে (এখন পর্যন্ত) মোট ছয় দিন বৃষ্টিপাত হয়েছে, এর পরিমাণ ৮৮ দশমিক ২ মিলিমিটার। এর মধ্যে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত।
তবে পালাম পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানুয়ারি মাসে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে।
এদিকে বৃষ্টিপাতের কারণে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার পারদ ১৪ দশমিক ৭ ডিগ্রির ঘরে নেমেছে, যা স্বাভাবিকের তুলনায় খানিকটা কম। নেমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। আর বৃষ্টিপাতের কারণে আর্দ্রতা কমে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে দিল্লি।
সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড
জেডএস