ওমিক্রন: পাকিস্তানে একদিনে সংক্রমণ বাড়ল ৪৬ শতাংশ
করোনার সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনে প্রভাবে পাকিস্তানে হু হু করে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে সংক্রমণ ৪৬ শতাংশ বেড়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পাকিস্তানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯ জন। আগের দিন বুধবার পাকিস্তানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৭৪ জন। শতকরা হিসেবে দেখা গেছে বুধবার থেকে বৃহস্পতিবার- ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পজিটিভ শনাক্তের হার বেড়েছে ৪৬ শতাংশ।
এছাড়া, বৃহস্পতিবার গত চার মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণও দেখেছে পাকিস্তান। এর আগে গত বছর ১৫ সেপ্টেম্বর ৩ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৫ জন।
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৩ লাখ ১২ হাজার ২৬৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯২ জনের। বর্তমানে পাকিস্তানে করোনায় গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৬৫১ জন।
করোনা মহামারি প্রতিরোধে পাকিস্তানের সরকারি টাস্কাফোর্স ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনের কারণে বর্তমানে করোনার পঞ্চম ঢেউ চলছে পাকিস্তানে।
বিবৃতিতে আরও বলা হয়, মহামারি প্রতিরোধে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আগে সরকারিভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও টেস্টে পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া রোগীদের জন্য কোয়ারেন্টাইনের যে ব্যবস্থা ছিল, তাতে কিছু সংশোধন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিমানবন্দরে সরকারিভাবে টেস্টের ব্যবস্থা বহাল থাকলেও এখন থেকে টেস্টে পজিটিভ শনাক্ত হওয়া রোগীদের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করতে হবে নিজেদেরকে, এবং অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএমডব্লিউ