এটাই কি নয়া পাকিস্তান, প্রশ্ন ইমরান খানের সাবেক স্ত্রীর
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের সাবেক স্ত্রী ও সমাজকর্মী রেহাম খানের গাড়িতে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এ ঘটনার পর দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে রেহাম খান প্রশ্ন করেছেন, ‘এটাই কি নতুন পাকিস্তান? গুন্ডা, কাপুরুষ এবং লোভীদের দেশে স্বাগতম।’
এর আগে, রোববার রাতে ভাতিজার বিয়ে থেকে ফেরার পথে আক্রান্ত হয় রেহাম খানের গাড়ি। তবে তিনি গাড়ি পাল্টে অন্য গাড়িতে থাকায় রক্ষা পেয়েছেন। নিজের গাড়ি আক্রান্ত হওয়ার পর রেহাম খান সিরিজ টুইট করেন।
সেই টুইটে তিনি লিখেছেন, এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান? তিনি গাড়ি বদল করেছিলেন এবং আক্রান্ত গাড়িতে তার ব্যক্তিগত সহকারী এবং চালক ছিলেন বলে জানিয়েছেন।
রেহাম খান বলেছেন, ‘আমার ভাতিজার বিয়ে থেকে ফেরার পথে গাড়ি আক্রান্ত হয়েছে। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বন্দুকের নলের মুখে গাড়ি আটক করেন এবং গুলি চালান। আমার ব্যক্তিগত সহকারী এবং চালক গাড়িতে ছিলেন। এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান? কাপুরুষ, গুন্ডা এবং লোভীদের দেশে স্বাগতম!’
— Reham Khan (@RehamKhan1) January 2, 2022
পাকিস্তানের বেশ কিছু সমস্যা নিয়ে দেশটির ক্ষমতাসীন সরকারের সমালোচক হিসেবে পরিচিত রেহাম খান। আরেকটি টুইটে গুলির ঘটনায় সরকারকে দায়ী করেন তিনি। টুইটে রেহাম খান বলেন, ‘দেশের তথাকথিত সরকারকে জবাবদিহি করতে হবে।’
তিনি বলেন, ‘আমি পাকিস্তানে সাধারণ পাকিস্তানিদের মতো বাঁচতে এবং মরতে চাই। এটা কাপুরুষোচিত লক্ষ্যকৃত হামলা অথবা দুই শহরের প্রধান মহাসড়কে অরাজকতা... এই হামলার জন্য তথাকথিত সরকারকে জবাবদিহি করতে হবে। তবে জন্মভূমির জন্য আমি বুলেটবিদ্ধ হতে রাজি।’
পাকিস্তানের এই সমাজকর্মী বলেন, তিনি মৃত্যু অথবা আহত হওয়ার ভয় করেন না। তবে তার জন্য যারা কাজ করেন তাদের ব্যাপারে উদ্বিগ্ন বলে জানিয়েছেন রেহাম খান। গুলির সময় গাড়িতে থাকা তার কর্মীরা নিরাপদ আছেন কি-না সে ব্যাপারে রেহাম খান বলেন, ‘তারা নিরাপদ আছেন। তবে ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন।’
— Reham Khan (@RehamKhan1) January 2, 2022
টুইটে রেহাম খান বলেন, গাড়িতে গুলির ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং এফআইআর কপির জন্য অপেক্ষা করছেন।
সাবেক ক্রিকেটার থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বনে যাওয়া ইমরান খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন রেহাম খান। পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেহাম খান ছিলেন ইমরান খানের দ্বিতীয় স্ত্রী। ২০১৫ সালের জানুয়ারিতে তাদের বিয়ে হয়, রেহামেরও ছিল এটি দ্বিতীয় বিয়ে। মাত্র ১০ মাসের মাথায় ওই বছরের অক্টোবরে ভেঙে যায় তাদের সংসার।
সূত্র: এনডিটিভি, বিবিসি।
এসএস