ভারতে আজ থেকে টিকা পাচ্ছে ১৫-১৮ বছর বয়সীরা
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতে কোভিড-১৯ টিকার আওতায় আসছে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা। সোমবার (৩ জানুয়ারি) থেকে দেশটিতে এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এখন পর্যন্ত ৮ লাখেরও বেশি ১৫-১৮ বছর বয়সী কিশোর-কিশোরী টিকা পেতে নিজেদের নাম নিবন্ধন করেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
চলতি বছরের প্রথম দিন থেকে অর্থাৎ গত ১ জানুয়ারি থেকে ভারতে কো-উইন পোর্টালের মাধ্যমে টিকা নিতে ইচ্ছুক ১৫-১৮ বছর বয়সীদের নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। আর এই দুই দিনের মাথায় ৮ লাখেরও বেশি নাম নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের প্রাপ্তবস্কদের জন্য একাধিক টিকার মধ্যে থেকে নিজের পছন্দ অনুযায়ী একটি বেছে নেওয়ার সুযোগ থাকলেও ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে সেই সুযোগ সীমিত।
ভারতে এখন পর্যন্ত কেবল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি ভ্যাকসিনই অনুমোদন পেয়েছে। তবে জাইডাসের টিকা এখনও দেশটির টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত না হওয়ায়, অল্পবয়সীদের কোভ্যাক্সিনের টিকাই নিতে হবে।
দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলিত সহযোগিতায় ১৫-১৮ বছর বয়সীদের এই টিকাদান কর্মসূচি চলবে। এ লক্ষ্যে ভারতের বহুসংখ্যক স্কুল-কলেজকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেও টিকা দেওয়া হবে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দব্য জানিয়েছেন, দেশের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই টিকাদান কর্মসূচি পরিচালনা করতে হবে। প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার সময় নতুন এই বয়সসীমার টিকা গ্রহীতাদের টিকাদান কর্মসূচি পৃথক রাখতে আলাদা টিকাদান কেন্দ্র প্রস্তুত করতে বলা হয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, কো-উইন প্লাটফর্মে ১৫-১৮ বছর বয়সীদের নাম নিবন্ধনের প্রক্রিয়া প্রাপ্তবয়স্কদের নাম নিবন্ধনের মতোই হবে। একইসঙ্গে ওয়াক-ইন রেজিস্ট্রেশন বা সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধনের সুযোগও রাখা হয়েছে। ২০০৭ সালের আগে যাদের জন্ম হয়েছে, তারাই আপাতত করোনা টিকা পাবে।
টিএম