স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইন কাটছাঁট করল যুক্তরাষ্ট্র
দেশে ঝড়ের গতিতে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে থাকায় করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ কাটছাঁট করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যেসব স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃদু উপসর্গে ভুগছেন, তাদের কোয়ারেন্টাইনির মেয়াদ সাত দিন। সাত দিন শেষ হওয়ার পর তাদেরকে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।’
এর আগে এই মেয়াদ ছিল দশ দিন। বিবৃতিতে আরও বলা হয়, ‘হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের স্বল্পতার জন্য ভবিষ্যতে এই মেয়াদ আরও সংক্ষিপ্ত করা হতে পারে। আর যেসব স্বাস্থ্যকর্মী করোনা টিকার দুই ডোজ নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজও নিয়েছেন, তাদের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই।’
২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এখনও দেশটিতে লক্ষাধিক মানুষ প্রতিদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন।
সিডিসির এক গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক সময়ে আক্রান্ত এই রোগীদের ৭৩ শতাংশই করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত। ফলে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে বাড়ছে অসুস্থ রোগীদের চাপ।
সিডিসির এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের সামনে কোনো পথ খোলা নেই। তাই বাধ্য হয়েই এই ঘোষণা দিতে হয়েছে।’
এদিকে কর্তৃপক্ষের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের নার্সদের জাতীয় সংগঠন ন্যাশনাল নার্সেস ইউনাইটেড (এনএনইউ)। এনএনইউয়ের প্রেসিডেন্ট টিউনফো কর্টেজ রয়টার্সকে এ সম্পর্কে বলেন, ‘এটি সিডিসির একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এই পদক্ষেপ বাস্তবায়ন করলে সংক্রমণ, অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এবং দেশের সার্বিক করোনা পরিস্থিতি আরও ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে।’
এদিকে, পৃথক এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, সাধারণ চাকরিজীবী যেসব মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ ১৪ দিনের পরিবর্তে ১০ দিন হবে।
এসএমডব্লিউ