করোনা টিকা নিলেই ফ্লাইটে ২০ শতাংশ ছাড়
করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিলেই ২০ শতাংশ মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় বিমান সংস্থা গো ফার্স্ট (পূর্ব নাম গো এয়ার)। করোনা টিকার দুই ডোজ নেওয়া যাত্রীরা দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটে মূল ভাড়ার ওপর এই ছাড় পাবেন এক বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইন্সটি।
বুধবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজ।
সংবাদমাধ্যমগুলো বলছে, চলমান করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সম্পূর্ণ ডোজ টিকা নিতে যাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই ছাড় ঘোষণা করেছে গো ফার্স্ট। টিকার দুই ডোজ নেওয়া যাত্রীরা ভ্রমণের তারিখ থেকে ১৫ দিন আগে টিকটি বুকিং দিলে এই ছাড় পাবেন।
গো ফার্স্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কৌশিক খোনা জানিয়েছেন, ‘করোনা মহামারির কারণে গত দুই বছর আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল, যা স্বাভাবিকের অর্থকে নতুন সংজ্ঞা (নিউ নরমাল) দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গো ফার্স্ট সকল স্টেকহোল্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই প্রতিষ্ঠানের সকল কর্মীকে টিকা নিতে উৎসাহিত করেছে এবং আরও বেশি মানুষকে করোনা টিকা নেওয়ার জন্য উৎসাহিতও করছে। টিকা দেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পেরেই, বিশেষ করে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর করোনার বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন অব্যাহত রাখবে গো ফার্স্ট।’
বিবৃতিতে ভারতীয় এই বিমান সংস্থাটি জানিয়েছে, গো ফার্স্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট বুকিং দিলে টিকার ডোজ সম্পন্ন করা যাত্রীরা মূল ভাড়ার ২০ শতাংশ ছাড় পাবেন। তবে মূল্যছাড় পেতে টিকিট বুকিং বা কাটার সময় ‘GOVACCI’ প্রোমো কোড প্রবেশ করাতে হবে।
টিএম