ফিলিপাইনে টাইফুনের তাণ্ডবে নিহত বেড়ে ১৩৭
ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে আঘাত হানা শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির মধ্যাঞ্চলীয় একটি দ্বীপ প্রদেশে রাইয়ের ধ্বংসযজ্ঞে কমপক্ষে ৬৩ জন মারা গেছেন বলে সেখানকার গভর্নর জানানোর পর মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।
গত বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের মধ্য-দক্ষিণাঞ্চলে টাইফুন রাই ব্যাপক তাণ্ডব চালায়। এতে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিপর্যস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।
দ্বীপ প্রদেশ বোহোলের গভর্নর আর্থার ইয়াপ বলেছেন, রাইয়ের আঘাতের পর থেকে প্রদেশে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। প্রদেশের ৪৪ মেয়রের মধ্যে ৩৩ জন রাইয়ের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন।
টাইফুনের আঘাতের পর কিছু কিছু এলাকায় ভূমিধস এবং প্রচণ্ড বন্যা দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক এলাকার ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির সেই তথ্য এলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন আর্থার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাইয়ের আঘাতে বিপর্যস্ত ১২ লাখের বেশি মানুষের বোহোল প্রদেশে জরুরি-ভিত্তিতে খাদ্য ও অন্যান্য ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর আর্থার। রাই তাণ্ডব চালানোর দু’দিন পরও সেখানকার বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। দেশটির অন্যান্য কিছু শহরেও রাইয়ের তাণ্ডবের পর বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।
বোহোলের প্রাদেশিক সরকার বলছে, রাইয়ের আঘাতে শুধুমাত্র বোহোলেই প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে তিন লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ফিলিপাইনের পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা বলেছেন, টাইফুন রাইয়ের তাণ্ডবে বোহোলে কমপক্ষে ৬৪ জন মারা গেছেন বলে দুর্যোগ মোকাবিলা সংস্থা তথ্য পেয়েছে।
এছাড়া দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ দিনাগাতের কর্মকর্তারা বলেছেন, এই প্রদেশে প্রথম আঘাত হানে টাইফুন রাই। সেখানে ১০ জনের প্রাণহানি ঘটেছে। দিনাগাতের প্রধান তথ্য কর্মকর্তা জেফরি বলেছেন, শক্তিশালী টাইফুনের আঘাতে দ্বীপটির দক্ষিণের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে শনিবার রাইয়ে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে জরুরি-ভিত্তিতে ২ বিলিয়ন পেসো ত্রাণ সহায়তার অঙ্গীকার করেছেন।
প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত ফিলিপাইনে প্রায়ই প্রলয়ঙ্করী টাইফুন আঘাত হানে। দুর্যোগ-প্রবণ এই দেশটিতে ২০১৩ সালে টাইফুন হাইয়ান তাণ্ডব চালিয়ে ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। ওই টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় আরও লাখ লাখ মানুষ।
সূত্র: এপি।
এসএস