কাতারফেরত বাবা থেকে সন্তান, এরপর স্কুলের ১৬ শিক্ষার্থীর করোনা
ভারতের মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। এর আগে স্কুলটির এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছিল।
ওই স্কুলের প্রথম যে শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছিল তার বাবা সম্প্রতি কাতার থেকে ফিরেছেন। ওই পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও কাতারফেরত ব্যক্তির করোনা নেগেটিভ এসেছে। কিন্তু তার ছেলের করোনা পজিটিভ এসেছে।
এরপর ওই ব্যক্তির ছেলের কয়েকজন সহপাঠীর করোনা পরীক্ষা করা হয়। ১৩ ডিসেম্বর তাদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে। পরে স্কুলটির আরও অন্তত সাড়ে ৬শ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়। তাতে স্কুলটিতে করোনা শনাক্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
স্কুলটিতে ব্যাপকভাবে করোনা পরীক্ষা এখনও অব্যাহত রয়েছে।
মহারাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে আট জন ওমিক্রনে আক্রান্ত। পুনেতেও নতুন ধরনে আক্রান্ত ছয় জন শনাক্ত হয়েছে।
সূত্র: এনডিটিভি
এসএসএইচ