বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের পাইলট কে ছিলেন?
ভারতের তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক মারা গেছেন দেশটির প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত। তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১১ সেনা কর্মকর্তা একই ঘটনায় নিহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, হেলিকপ্টারটিতে মোট ১৪ জন ছিলেন। তার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গেছে, দুর্ঘটনার শিকার এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটির পাইলট ছিলেন উইং কম্যান্ডর পৃথ্বী সিং চৌহান। যিনি ১০৯ হেলিপ্টার ইউনিটের কম্যান্ডিং অফিসার।
তবে এই প্রথম নয় আগেও চপার দুর্ঘটনার মুখে পড়েছিলেন বিপিন রাওয়াত। ২০১৫-র ফেব্রুয়ারিতে নাগাল্যান্ডের ডিমাপুরেও ভেঙে পড়ে তার হেলিকপ্টার ‘চিতা’। কয়েক ফুট উপর থেকে ভেঙে পড়ে তার কপ্টার। জিনিউজ।
ওএফ