বুরুন্ডিতে কারাগারে আগুন, নিহত ৩৮ কয়েদি
পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির এক কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৮ জন কয়েদি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহুসংখ্যক। দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রসপার বাজোমবানজা মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাইস প্রেসিডেন্ট জানান, কারাগারটির অবস্থান দেশের রাজধানী শহর গিতেগায়। নিহত কয়েদিদের মধ্যে ১২ জন আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। অন্য ২৬ জন মারা গেছেন পালিয়ে যাওয়া কয়েদিদের পদদলিত হয়ে।
আগুনের সূত্রপাত কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি। কারাগারের আশপাশের এলাকার বাসিন্দারা বলেছেন, মঙ্গলবার শেষ রাতের দিকে ওই কারাগারে আগুন লাগে।
স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে বলেন, আগুন লাগার কিছুক্ষণ পরই ওই কারাগারে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি দেখতে পান, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা কয়েদিদের দেহ অ্যাম্বুলেন্সে তুলছে।
তিনি আরও বলেন, মৃত কয়েদিদের অধিকাংশই বয়স্ক।
এর আগে, চলতি বছর আগস্ট মাসে বৈদ্যুতিক গোলযোগের কারণে একবার আগুন লেগেছিল ওই কারাগারটিতে। তবে সেবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসএমডব্লিউ