ভালো ঘুম ও আরামের জন্য ৩ মাসের শিশুকে স্পা সেন্টারে নিলেন মা
প্রতি সপ্তাহে নিজের তিন মাস বয়সী শিশু সন্তানকে স্পা সেন্টারে নিয়ে যাচ্ছেন এক মা। দেওয়া হচ্ছে মাসাজ এবং স্টোন ট্রিটমেন্ট। ওই মায়ের দাবি, স্পা সেন্টারে নেওয়ার কারণে তার সদ্যোজাত সন্তানের বেশ আরাম হচ্ছে। এতে করে বেশ ভালো ঘুমও হচ্ছে তার।
ব্যতিক্রম এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের বার্মিংহামে। সোমবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী শ্যানেল কটন এবারই প্রথম মা হয়েছেন। তার সন্তানের নাম রোমি। বর্তমানে তার বয়স তিন মাস। শ্যানেল বলছেন, প্রতি সপ্তাহে নিজের তিন মাস বয়সী শিশু সন্তানকে স্পা সেন্টারে নিচ্ছেন তিনি এবং এটি শুরুর পর থেকে তিনি অনেক উপকার পাচ্ছেন।
পেশায় ব্যবসায়ী শ্যানেলের দাবি, স্পা সেন্টারে যাওয়ার ফলে তার ও তার সন্তানের অনেক উপকার হচ্ছে। তার ভাষায়, ‘নতুন মা হিসেবে আমি নিয়মিত বাইরে বের হওয়ার একটি যৌক্তিক কারণ পাচ্ছি এবং এর ফলে আমার দিন আরও ভালোভাবে অতিবাহিত হচ্ছে।’
‘আর রোমির জন্যও স্পাতে যাওয়াটি বেশ কাজের। ওখানকার পরিবেশটা দারুণ, রোমির জন্য উপভোগ্য।’
তিনি বলছেন, ‘রোমি কখনও রাতে গোসল করতে চাইতো না। কিন্তু স্পাতে যাওয়া শুরুর পর থেকে সে ওই জায়গাকে নিজের বাড়ির মতোই মনে করতে শুরু করে এবং নিয়মিত উপভোগ করছে।’
স্পার মালিক ২৮ বছর বয়সী লরেন অ্যাডয়ার্ডসেরও প্রশংসা করেন শ্যানেল কটন। শ্যানেলের ভাষায়, ‘লরেন অনেক কিছু জানেন এবং শিশুদের যত্নের জন্য প্রয়োজনীয় সবকিছুই তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন।’
এমনকি রোমির দাঁত উঠতে শুরু করলে চোয়ালে কিভাবে ম্যাসাজ করতে হবে সেটিও লরেনের কাছ থেকে শিখে নিচ্ছেন শ্যানেল।
প্রতিবেদন অনুযায়ী, স্পা সেন্টারে প্রথমে রোমিকে গোসল করানো হয়। এরপর তার হালকা ফেসিয়াল মাসাজ করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে দেড় ঘণ্টা সময় লাগে।
শ্যানেলের ভাষায়, ‘স্পাতে নেওয়ার পর থেকে রাতে আরামদায়ক ঘুম দেয় রোমি। আর সারাক্ষণই রিলাক্স থাকে সে।’
টিএম