জ্ঞান হারিয়ে ফেলেছেন চালক ছুটছে গাড়ি, বাঁচালেন অপর চালক (ভিডিও)
আমরা সবাই জানি যে গাড়ি দুর্ঘটনা বিশেষ করে মুখোমুখি সংঘর্ষে মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে। কিন্তু যদি দু’টি গাড়ির সংঘর্ষ একজনের জীবন বাঁচাতে পারে বলে আপনাকে বলা হয়, সেটি বিশ্বাস করবেন? নিশ্চিত এই ভিডিওটি না দেখা পর্যন্ত আপনি দুই গাড়ির সংঘর্ষে কারও জীবন বাঁচানোর কথা বিশ্বাস করবেন না।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এ রকমই এক ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসে। দেশটির এক ব্যক্তি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা অবচেতন এক চালকের জীবন বাঁচিয়েছেন নিজের গাড়ি উৎসর্গ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির চালক সংজ্ঞা হারিয়ে ফেলেছেন। চালকের আসনে বসা থাকলেও তার সেই গাড়ি রাস্তায় এলোমেলোভাবে ছুটছে। কখনও মহাসড়কে আবার কখনও মহাসড়কের পাশে ঘাসের ওপর দিয়ে দ্রুতগতিতে চলছে। সড়কের মাঝের বিভাজনে ধাক্কা লাগার পরও গাড়িটি ছুটছে।
ওই মহাসড়কে গাড়িটির পাশ দিয়ে চলে যাচ্ছে আরও অনেক গাড়ি। কেউই আঁচ করতে পারছিলেন না আসলে কী ঘটছে। কিন্তু অন্য একটি গাড়ির চালক ওই গাড়ির এলোমেলো ছুটে চলা দেখে বুঝে ফেলেন নিশ্চয় চালকের কিছু হয়েছে। পরে তিনি গাড়িটির ছুটে চলা ঠেকানোর সিদ্ধান্ত নেন।
ফলে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুতগতিতে নিজের গাড়ি ওই গাড়িটির সামনে নিয়ে ব্রেক কষেন। এর ফলে এলোমেলো ছুটে চলা গাড়িটি মহাসড়কে থেমে যায়। আর এই ঘটনা ওই দুই গাড়ির পাশ দিয়ে চলে যাওয়া অন্য একটি গাড়ির সামনের ক্যামেরায় রেকর্ড হয়।
— Buitengebieden (@buitengebieden_) November 21, 2021
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অচেতন হয়ে পড়া অপর চালককে বাঁচাতে নিজের গাড়ি উৎসর্গ করলেন এক ব্যক্তি। রোববার এই প্রতিবেদন তৈরির সময় (বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৫টা) পর্যন্ত ৮ লাখ ৫২ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ২০ হাজারের বেশি মানুষ ভিডিওতে লাইক দিয়েছেন।
ভিডিও প্রকাশকারী ব্যক্তি পুরো ঘটনাটি যেভাবে ঘটেছে তার বর্ণনা দিয়েছেন টুইটারে। এতে তিনি বলেছেন, শুক্রবার দুপুরের দিকে নান্সপিটে এই ঘটনা ঘটেছে। ওই সময় হেনরি টেমারমানস নামের এক ব্যক্তি একটি গাড়িকে এলোমেলোভাবে চলতে দেখেন। টেমারম্যানস বলেছেন, ‘আমি যা দেখেছি তা মোটেই ভালো ছিল না। ভদ্রমহিলার যে চেতনা ছিল না, সেটা পরিষ্কার ছিল।’
পরে টেমারম্যানস নিজের গাড়ি চালিয়ে ওই গাড়ির সামনে গিয়ে দাঁড়ান। এ সময় ওই নারীর গাড়ি টেমারম্যানসের গাড়িতে আঘাত করে থেমে যায়।
টেমারম্যানস দেখতে পান, সংজ্ঞা হারিয়ে ফেলা নারী বমি করেছিলেন। পরে গাড়িতে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন তিনি। একই সঙ্গে জরুরি সার্ভিস বিভাগের নম্বরে ফোন করেন তিনি। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং টেমারম্যানসের গাড়ি টেনে বের করেন।
এই ঘটনায় ওই নারীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে বলে টুইটে জানিয়েছেন টেমারম্যানস। তবে কী কারণে ওই নারী চলন্ত গাড়িতে অবচেতন হয়ে পড়েছিলেন; সেটি পরিষ্কার হওয়া যায়নি। ওই নারীকে যেভাবে টেমারম্যানস বাঁচিয়েছেন, তাতে অনেকেই তার প্রশংসা করেছেন।
সূত্র: এনডিটিভি।
এসএস