পশ্চিমবঙ্গে কে টিকা নেয়নি জানতে বাড়ি বাড়ি যাবে স্বাস্থ্যকর্মী
পূজার পর থেকে করোনা সংক্রমণের হার কিছুটা ঊধ্বমুখি পশ্চিমবঙ্গে। বেশ কিছু জায়গা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
এ অবস্থায় রাজ্যে সিদ্ধান্ত হয়েছে কে টিকা নিয়েছেন, আর কে নেননি সেটা জানতে এবার বাড়ি বাড়ি যাবেন স্বাস্থ্যকর্মীরা। নাম নথিভুক্ত করে দ্রুত টিকাকরণের ব্যবস্থা করা হবে।
দুর্গপূজায় উৎসবে করোনার সংক্রমন বাড়তে পারে এ আশঙ্কা ছিল আগে থেকেই। সেটা মাথায় রেখে কোভিড বিধি মেনে চলতেও বলা হয়েছিল সকলকে। কিন্তু পূজার চারদিন যেভাবে রাস্তায় মানুষের ঢল নেমেছিল। ফলে আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। কলকাতাসহ রাজ্যে সর্বত্র ফের বাড়ছে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যাও বাড়ছে।
পরিস্থিতি এমনই যে, দুর্গাপুজার পর কালীপুজার মণ্ডপেও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দিয়েছে- ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই অবাধে মণ্ডপে প্রবেশ করা যাবে না। বরং ভিড় নিয়ন্ত্রণে সবরকম পদক্ষেপ নিতে হবে উদ্যোক্তাদের।
পশ্চিমবঙ্গে সাড়ে সাত কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার পর্যন্ত পেয়েছেন ৮ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ২৭৪ জন। টিকার একটি ডোজও নেননি বা পাননি, এমন মানুষের সংখ্যাও কম নয়। বাড়ি বাড়ি গিয়ে মূলত তাদেরই টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
এনএফ