করোনা টিকা নিয়েছেন যে বিশ্বনেতারা
করোনা টিকার স্বাস্থ্যগত ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে গোটা বিশ্বে যেসব গুজব উঠছে, তাতে কান না দিয়ে জনগণকে টিকা নিতে আগ্রহী করে তুলতে এ পর্যন্ত বেশ কয়েকজন বিশ্বনেতা টিকা নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি বাদশাহ সালমান থেকে পোপ ফ্রান্সিসসহ এখন পর্যন্ত এই তালিকায় রয়েছেন ১২ জন বিশ্ব নেতা।
অধিকাংশই টিকার ডোজ নেয়ার ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেককে বেছে নিয়েছেন; এছাড়া কয়েকজন নিয়েছেন চীনের সিনোভ্যাকের টিকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন (জো বাইডেন) গত ২১ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন, এরপর দ্বিতীয় ডোজ নেন গত ১১ জানুয়ারি। জো বাইডেন যখন টিকার প্রথম ডোজ নেন, টেলিভিশনে তা লাইভ সম্প্রচার করা হয়েছিল।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
প্রেসিডেন্ট জো বাইডেন টিকা নেওয়ার এক সপ্তাহ পর ২৮ ডিসেম্বর মডার্নার করোনা টিকার প্রথম ডোজ নেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনের মতো কমলা হ্যারিসের টিকার প্রথম ডোজ নেন প্রকাশ্যে, গণমাধ্যমকর্মীদের সামনে।
রানি এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ
বাকিংহাম প্যালেস জানিয়েছে, ব্রিটেনের রানি এলিযাবেথ (৯৪) ও তার স্বামী প্রিন্স ফিলিপ (৯৯) করোনা টিকা নেন গত ৯ জানুয়ারি।
ব্রিটেনের রাজপরিবারের সবচেয়ে প্রবীন দু’সদস্য করোনা টিকা নিয়েছেন কী না- এ বিষয়ে জনবিভ্রান্তি দূর করতে গণমাধ্যমের সামনে টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। যুক্তরাজ্যের উইন্ডসর প্রাসাদের রাজপরিবারের পারিবারিক চিকিৎসক তাদের টিকা দেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ১০ জানুয়ারি ইসরায়েলের রামাত গান শহরের শেবা মেডিক্যাল সেন্টারে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন।
সৌদি বাদশা সালমান বিন আব্দুলআজিজ
সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ জানুয়ারির ৮ তারিখ ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
তবে সৌদি বাদশা টিকা নেওয়ার ১৫ দিন আগেই ২৫ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকা নেন তার ছেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহম্মদ বিন রাশিদ আল মাকতুম গত ৩ নভেম্বর করোনা টিকা নেন। নিজের টু্ইটার অ্যাকাউন্টে টিকার ডোজ নেওয়ার ছবি টুইট করেছিলেন মোহাম্মদ বিন রাশিদ।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং
গত ৮ জানুয়ারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লী সিয়েন লুং।
সেশেল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ওয়াভেল রামকল্যাণ
১১ জানুয়ারি নিজের সরকারি বাসভবনে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন সেশেল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ওয়াভেল রামকল্যাণ। চীনের সিনোফার্ম টিকার ডোজ নিয়েছেন তিনি।
পোপ ফ্রান্সিস ও সাবেক পোপ বেনেডিক্ট
ভ্যাটিকানে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার প্রথম দিন ১৩ জানুয়ারি টিকা নিয়েছেন পোপ ফ্রান্সিস এবং তার পূর্বসূরী পোপ ষোড়শ বেনেডিক্ট।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকে উইদাদো
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রেসিডেন্টের বাসভবন মার্কেদা প্যালেসে ১৩ জানুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদাদো। চীনের সিনোভ্যাক বায়োটেকের টিকা নিয়েছেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
তুরস্কের রাজধানী আঙ্কারায় আঙ্কারা সিটি হাসপাতালে গত ১৪ জানুয়ারি সিনোভ্যাকের করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
এসএমব্লিউ